যারা নতুন হোষ্টিং পার্চেস করেন তাদের জন্য এসএসএল নিয়ে চিন্তিত হওয়াটা বেশ স্বাভাবিক। বর্তমানে প্রায় সকল কোম্পানী প্রিমিয়াম এসএসএল সেল করছে। আমাদের সকল প্যাকেজের সাথে সম্পুর্ণ ফ্রিতে এসএসএল সার্টিফিকেট রয়েছে। চলুন দেখি কিভাবে আপনার হোষ্টিংয়ে এসএসএল সার্টিফিকেট এক্টিভেট করবেন।
আপনার সিপ্যানেল ইন্টারফেসে লগিন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। উপরের সার্চ বক্স থেকে সার্চ করুন "SSL"
SSL/TLS লিখে সার্চ করার পর ৩য় অপশনটিতে যাবেন।
এরপর Let's Encrypt SSL এ ক্লিক করে আপনার ওয়েবসাইটে SSL একটিভ করে নিবেন।
এখানে ক্লিক করে যে ডোমেইন বা সাবডোমেইনগুলোতে এসএসএল (SSL) একটিভ করতে চান সেগুলো সিলেক্ট করুন। আপনি চাইলে সবগুলোও সিলেক্ট করতে পারেন।
ডোমেইন ও সাবডোমেইনস সিলেক্ট করে চিহ্নিত অংশ "Issue" এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি পপআপ দেখতে পাবেন। ব্যস, আপনার এসএসএল একটিভ হয়ে গেলো।
আপনি যদি এরপরও অপারগ হোন তবে আমাদের লাইভ সাপোর্ট এ নক দিন, আমাদের প্রতিনিধি আপনার হয়ে একটিভ করে দিবে।
এ সম্পর্কিত আমাদের লাইভ টিউটোরিয়ালটি দেখতে পারেন এখান থেকে: https://www.youtube.com/watch?v=1qLJLVIOjfQ&ab_channel=PokoHost