DNS কি?

DNS (Domain Name Servers) হলো এক ধরনের ডাটাবেজ যা প্রতিটি IP এ্যাড্রেসের বিপরীতে সংরক্ষিত ডোমেইন নেইমসমূহের তালিকা সংরক্ষণ করে। এবং এ তালিকা ইন্টারনেটের কোন একটি নির্দিষ্ট সার্ভারে সংরক্ষিত নয়, ধাপে ধাপে পৃথিবী জুড়ে বিস্তৃত। আপনি যখন আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে কোন ডোমেইন নাম লিখে এন্টার প্রেস করেন তখন আপনার কাছাকাছি থাকা কোনো DNS সার্ভার আপনার এই ডোমেইন নেইমকে সংশ্লিষ্ট আইপি এ্যাড্রেসে পরিবর্তিত করে তার সাথে আপনার যোগাযোগের ব্যবস্থা করে। এই কাজে প্রতিটি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে যাকে বলা হয় DNS Resolver, যা IP এ্যাড্রেস খুঁজে পেতে সাহায্য করে।

 

Was this answer helpful? 7 Users Found This Useful (7 Votes)