একটি ওয়েবসাইটে প্লাগিন ব্যবহার করা হয় সাধারণত নতুন কোন ফিচার বা সুবিধা ভোগ করতে। কিন্তু এই প্লাগিনই যদি ওয়েবসাইট হ্যাকড হওয়ার কারণ হয়ে দাড়ায় তবে বিষয়টি নিশ্চয় চিন্তার এবং দ্রুত একশনে যাবার সময়।
সম্প্রতি সার্চ ইঞ্জিন জার্নালে প্রকাশিত একটি ব্লগে প্রকাশ হয় যে WP Fastest Cache প্লাগিনটির মাধ্যমে প্রায় ১ লাখেরও বেশী ওয়েবসাইট এফেক্টেড হয়েছে। জনপ্রিয় এই প্লাগিনের ইনষ্টলেশন প্রায় ১২ লক্ষ এরও অধিক ওয়েবসাইটে হলেও বর্তমানে এটি সবচেয়ে ভয়ংকর হয়ে উঠেছে। রিপোর্টে উঠে আসা বিষয়ে দেখা যায় যে, প্লাগিনের মুল সমস্যার মধ্যে দুটি মেজর সমস্যা হলো: এসকিউএল ইনজেকশন এবং ক্রস-সাইট রিকোয়েস্ট ফোরজির মাধ্যমে XSS সঞ্চিত হওয়া।
আপনি যদি আপনার প্লাগিনটি আপডেট না করেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা না নেন তবে আপনার ওয়েবসাইট হ্যাক বা পাসোয়ার্ড লিক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনার ওয়েবসাইট এর সর্বোচ্চ সিক্যুরিটি নিশ্চিত করাই আমাদের কাম্য।
আমরা পোকোহোষ্ট কতৃপক্ষ আপনাকে সতর্কতার সহিত জানাচ্ছি যে আপনি আপনার সাইটটিতে WP Fastest Cache প্লাগিনটির কোন ভার্সনটি ব্যবহার করছেন তা পরীক্ষা করুন এবং যদি এটি 0.9.5 এর কম হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি আপডেট করুন।
এছাড়া বাড়তি সতর্কতা হিসেবে অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস এর পাসোয়ার্ডগুলো পরিবর্তন করতে ভুলবেন না। আপনার ওয়েবসাইটটি সিকিউর আছে কিনা চেক করতে এই এনাউন্সমেন্ট এর কমেন্টে আপনার ওয়েবসাইটের লিংকটি দিন, আমরা আপনার হয়ে এটি চেক করবো।
সোর্স: সার্চ ইঞ্জিন জার্নাল